আজকের খবর
প্রিয় কাইমপুর ইউনিয়ন এবং কসবা উপজেলা বাঁশি আসসালামু আলাইকুম, গতকালকের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, আমি নয়নপুর বাজার থেকে আসতেছিলাম, তখন কাইমপুর গ্রামের শেষ প্রান্তে ট্রমা সংলগ্ন এলাকাতে একটি অটোরিকশা দাঁড়িয়েছিল, পাশে কিছু লোক একটা মহিলা হাত ধরে টানাটানি করছে,এগুলো দেখে আমরা আমাদের গাড়িগুলো স্লো করি, স্লো করার পরে দেখি মহিলাটা চিৎকার করছিলো , পরে আমি সহ এলাকার আরো অনেক লোক এখানে জোর হয়েছে, পরে আমি এবং ঐ এলাকার লোকজন সহ তাদেরকে জিজ্ঞেস করি এখানে কি হয়েছে, তারপর মহিলা বলল তারা নাকি ওই মহিলার হাত ধরে টানাটানি করছে এবং তার গায়ের বিভিন্ন অংশে হাতাহাতি করেছে, এই শুনে এলাকার মানুষ উনাদেরকে গিল ঘুসি এবং কেউ কেউ পাথর দিয়েও ডিল মেরেছে, তারেক ভাইকে দেখেতো আমি অবাক, যতই হোক উনি আমাদের দলের লোক, এবং আমাদের এলাকার বড় ভাই, পরে আমি ওই মহিলাকে একটি অটোরিকশা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি বলেছি এই ঘটনা নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নেই, করে তারেক ভাইকে কিছু শান্তনামূলক কথা বলে আমি বাড়িতে চলে আসি, এখন সকালে ঘুম থেকে উঠে ফেসবুক খুলেই দেখি তারেক ভাইকে নাকি আমি মেরেছি, এবং আমার নামে ন...